প্রকাশিত: Thu, Dec 8, 2022 5:41 PM
আপডেট: Wed, Apr 30, 2025 4:29 AM

বাংলাদেশকে মানবাধিকার সনদ মেনে চলার তাগিদ জাতিসংঘের

কূটনৈতিক প্রতিবেদক: জাতিসংঘের সদস্য হিসেবে অবাধ মতপ্রকাশ, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করতে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। আগামী বছর জাতীয় নির্বাচন হবে এবং বাংলাদেশকে তার ওই প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে বিধান মেনে চলার অঙ্গীকার রক্ষার তাগিদ দিয়েছে জাতিসংঘ। আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস এই তাগিদ দেন। বাংলাদেশের প্রতিশ্রুতি বাস্তবায়নে পূর্ণ সহযোগিতা দেওয়ার কথা পুনর্ব্যক্ত করে বিবৃতিতে তিনি বলেন, এ বছর কোভিড মহামারি, ইউক্রেন যুদ্ধ এবং জলবায়ু পরিবর্তনের কারণে সারা বিশ্বে অসহায় মানুষেরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্পাদনা: খালিদ আহমেদ